বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন ইটিআর ও ইটিপি বিভাগের যৌথ আহ্বানে গত ১৬’ই জানুয়ারি ‘২৩ টেলিফোন ভবনে সিজিএম কোর নেটওয়ার্ক (ইস্ট) এর কাছে দুটি বিভাগের জ্বলন্ত সমস্যাগুলির অবিলম্বে সমাধানের দাবিতে একটি স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। স্মারকলিপি পেশ করে এদিন বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন সার্কেল সভাপতি কম অনিমেষ মিত্র ও সার্কেল সম্পাদক কম সুজয় সরকার সহ দুই বিভাগের নেতৃত্বের উপস্থিতিতে সিজিএম কোর নেটওয়ার্ক ইস্ট এর সাথে সমস্যা সমাধানে প্রয়োজনীয় আলোচনাও করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। এদিনের আলোচনায় সহসার্কেল সম্পাদক কম ইমরান খান, ইটিআর বিভাগের সম্পাদক কম আশীষ কুমার দাস, ইটিপি বিভাগের সভাপতি কম গৌতম বণিক, ইটিআর বিভাগের সহসভাপতি কম আশীষ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সুজয় সরকার। সার্কেল সম্পাদক।