আজ ২৭-০১- ২০২৩ শুক্রবার বি এস এন এর ওয়াকিং উইমেন্স কো অডিনেশন কমিটির(BSNLWWCC) ডাকে ভারতের রেসলিং ফেডারেশনের চেয়ারম্যান এবং কোচদের দ্বারা কোচিং ক্যাম্পে তরুণ মহিলা কুস্তিগীরদের যৌন শোষণ/ হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে লাঞ্চ হওয়ারস্ এ বর্ধমান বিএসএনএল দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো।