সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উপলক্ষে সার্কেল ইউনিয়ান এর উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কম ঝুমুর বন্দোপাধ্যায়। এই সভার প্রধান বক্তা ছিলেন কমরেড অনিমেষ মিত্র, সর্বভারতীয় সভাপতি BSNLEU। সভার শেষে যুদ্ধ বিরোধী গান পরিবেশন করেন কম অমিতাভ চট্টোপাধ্যায়, সহ সম্পাদক BSNLEU,WB Circle Leave a Comment / News / By BSNL EU WB