সি জি এম টি অফিসে বিক্ষোভ সভা হলো।
*২৮ – ফেব্রুয়ারি – ২০২৪* *WWCC পশ্চিমবঙ্গ সার্কেলের বিক্ষোভ কর্মসূচি।* আজ ২৮ – ০২ – ২০২৪ তারিখে সন্দেশখালির অত্যাচারিত মহিলাদের আন্দোলনের সমর্থনে WWCC পশ্চিমবঙ্গ সার্কেল সিটিও-তে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছে। মূলত সিজিএম অফিস, জিএম, কোলকাতা বিএ অফিস ও টেলিকম ফ্যাক্টরির মহিলা কর্মচারীরা অংশগ্রহণ করেছে। এছাড়াও এই কর্মসূচিতে বিএসএনএলইইউ, বিএসএনএলসিএমইইউ ও এআইবিডিপিএ যুক্ত হয়েছিল। …