দক্ষিনবঙ্গে কনভেনশন অনুষ্ঠিত হলো
আজ দুর্গাপুরে BSNL CO-ORDINATION কমিটির ডাকে এক কনভেনশন অনুষ্ঠিত হলো। এই কনভেনশনে সভাপতিত্ব করেন কম ওম প্রকাশ শিং। সভায় মুল দাবি গুলো ছিলো অবিলম্বে বিএসএনএলে 4G ও 5G চালু করতে হবে, নিয়মিত কর্মচারীদের 3rd PRC দিতে হবে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন রিভিশন করতে হবে। এই দাবি নিয়ে দুর্গাপুরে সৃজনী অডিটোরিয়ামে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। এই …