লেবার কমিশনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হলো
*ক্যাজুয়াল ও কন্ট্রাকচুয়াল কর্মচারীদের দাবি সনদ নিয়ে লেবার কমিশনের কাছে স্মারকলিপি জমা দিল বিএসএনএল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ওয়ার্কারস ফেডারেশন* আজ (৫ই নভেম্বর’২০২৪) সারা দেশের বিএসএনএল দপ্তরে কর্মরত ক্যাজুয়াল ও কন্ট্রাকচুয়াল কর্মচারীরা তাদের ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রতিটি লেবার কমিশনের কাছে জমা দেওয়ার কর্মসূচী গ্রহণ করেছে। সামাজিক সুরক্ষা, নুন্যতম মজুরী ও ছাঁটাই নীতির প্রতিবাদে বিএসএনএল …