খড়গপুরে জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো
*খড়গপুর বিভাগীয় ইউনিয়নের দশম বিভাগীয় সম্মেলন সফল হল* গত ২০শে জুলাই ২০২৪, বিএসএনএলইইউ,খড়গপুর বিভাগীয় শাখার দশম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় বোগদা টেলিফোন এক্সচেঞ্জে। সকাল ১১:৩০ এ সম্মেলনের শুরুতে ইউনিয়নের রক্ত পতাকা উত্তোলন করেন বিভাগীয় ইউনিয়নের সভাপতি কমরেড পঙ্কজ জানা। এরপর শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন হয়। কেন্দ্রীয় সরকারী কর্মচারী আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা কমরেড …