কলকাতায় ট্রেড ইউনিয়ন শিক্ষা শিবির
আজ কলকাতায় ট্রেড ইউনিয়ন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কম অনাদি সাও ও কম অনিমেষ মিত্র। এই সভায় সভাপতিত্ব করেন কম দেবাশীষ খান। সভায় উপস্থিত ছিলেন কলকাতা এস এস এ, টেলিকম স্টোর এবং সিজিএমটি অফিসের সব অংশের কর্মচারীবৃন্দ তিনি তার বক্তব্য এর মধ্যে বলেন সরকারের আর্থিক সংস্কারের ফলে শ্রমিক কর্মচারীদের দুর্দশা কি ভাবে …